Neshar Pahar lyrics in Bangla
Neshar Pahar sung by Gogon Sakib
Singer : Gogon Sakib
Lyrics & Tune by Gogon Sakib
Music by Jami UI Hasan
Production & Lebel: Samsul Offical
নেশার পাহাড় লিরিক্স - গগন সাকিব
এটা অনেক সুন্দর একটি গান। আশা করি সবার ভালো লাগবে।
খুব গভীর রাতে
কে যেনো ফুপিয়ে কাঁদে
খুব গভীর রাতে
কে যেনো ফুপিয়ে কাঁদে
যারে সে ভালোবেসেছে
তারে সে স্বপ্নে দেখেছে
যারে সে ভালোবেসেছে
তারে আজ স্বপ্নে দেখেছে
এভাবেই কেটে যায় ভোর
এভাবেই কাটেরে প্রহর
কি মায়ায় জড়িয়েছে সে
কাটে নারে আজও তার ঘোর
এভাবেই কেটে যায় ভোর
এভাবেই কাটেরে প্রহর
কি মায়ায় জড়িয়েছে সে
কাটে নারে আজও তার ঘোর
নেশা আজও হয়ে গেছে আপন তাহার
বুকেতে জমেছে নেশার পাহাড়
কত রাত পোহায় ঘুম আসেনা
চোখের নিচের কালির আছে তা জানা
নেশা আজও হয়ে গেছে আপন তাহার
বুকেতে জমেছে নেশার পাহাড়
কত রাত পোহায় ঘুম আসেনা
চোখের নিচের কালির আছে তা জানা
এভাবেই কেটে যায় ভোর
এভাবেই কাটেরে প্রহর
কি মায়ায় জড়িয়েছে সে
কাটে নারে আজও তার ঘোর।।